Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য গোপন করে পদ নেওয়ায় ছাত্রদল থেকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৯:০১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৯:০২

নীলফামারী: নীলফামারীর ডিমলায় শহিদ জিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে অনুপ্রবেশের অভিযোগ ওঠায় ছাত্রলীগ নেতা হাফিজার রহমানের পদ বাতিল করা হয়েছে। ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তার নাম আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল।

রোববার (১৭ আগস্ট) বিকেলে নীলফামারী জেলা ছাত্রদল তার পদ বাতিলের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত ১৪ আগস্ট শহিদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। ওই ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমানের বিরুদ্ধে পরিচয় গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই বিজ্ঞপ্তিতে, কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলামকে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট শহিদ জিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মেহেদী হাসানকে সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা হাফিজার রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

জানা গেছে, হাফিজার রহমান ২০২৩ সালে খালিশা চাপানি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পরিচয় গোপন করে ছাত্রদলের কমিটিতে পদ গ্রহণ করায় হাফিজার রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাফিজার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।  বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সারাবাংলা/এসআর

অব্যাহতি ছাত্রদল নীলফামারী পদ বাতিল