Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৮:৫৬

প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মান্দায় নদীতে ডুবে সিদ্দিকুর রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চকশৈল্যা বাজারসংলগ্ন ফকিরনি নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত সিদ্দিকুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সিদ্দিকুর মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুর ১২টার দিকে তাকে চকশৈল্যা বাজার এলাকার ব্রিজের ওপর ঘোরাঘুরি করতে দেখা যায়। হঠাৎ তিনি নদীতে লাফ দেন। পরে পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, ‘রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

নদীতে ডুবে মৃত্যু পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর