Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৯:১৩

গ্রেফতার তিনজন।

টাঙ্গাইল: টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামে এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বিকেলে গ্রেফতারদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল পৌরসভার কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরের বাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে মো. উজ্জ্বল হোসেন (৩৮)।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমদ জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার রানা আহাম্মেদের সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের মামলায় শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকেলে গ্রেফতারদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ মে দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারী পেশায় নিয়োজিত পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে রানা আহাম্মেদের স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এনজে

গ্রেফতার যুবলীগ নেতা সন্ত্রাসী হামলা