Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৯:৫১

শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।

সাতক্ষীরা: সাতক্ষীরায় দীর্ঘ ৪ মাস ২০ দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স ৫০ টন পেঁয়াজ আমদানি করে। এছাড়া যেকোনো সময় চাল আমদানিও শুরু হবে বলে জানান তারা।

আমদানিকৃত পেঁয়াজের ছাড়কারক প্রতিষ্ঠান ভোমরা বন্দরের সিএএফ এজেন্ট মোশাররফ ট্রেডার্সের স্বত্বাধিকারী জিএম আমীর হামজা বলেন, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়। সন্ধ্যায় আরও পাঁচ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে ঢোকে। এখনো নয় ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। রোববার আমদানিকৃত পেঁয়াজের পরিমান প্রায় ১৮৫ টন।

বিজ্ঞাপন

এদিকে আমদানিকারক ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, ২০০ মেট্রিকটন চাল ভোমরা বন্দর দিয়ে গত বুধবার (১৩ আগস্ট) থেকে ভারতের ঘোজাডাঙা বন্দরে আমদানির অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়। আজ আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

সারাবাংলা/এনজে

পেঁয়াজ আমদানি ভোমরা স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর