বেনাপোল: যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল ইমিগ্রেশনে বহির্গমন কার্ড প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন এপিবিএন।
রোববার (১৭ আগস্ট) বিকেলে অপরাধীদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে এপিবিএন’র সদস্যরা।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন এপিবিএন পুলিশের ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে ইমিগ্রেশনের বহির্গমন কার্ড প্রতারণা করে যাত্রীদের সরবরাহ করার সময় এপিবিএন এর সদস্যরা তিনজনকে হাতেনাতে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস অব্যবহারিত ইমিগ্রেশন বহির্গমন কার্ড, ২০০ পিস ব্যবহৃত ইমিগ্রেশন বহির্গমন কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. আলামিন শেখ (২৬), আনোয়ার হোসেন (৪৩) এবং রুবেল হোসেন (২৮)।
এপিবিএন পুলিশের ইনচার্জ বলেন, ‘বন্দর ও ইমিগ্রেশন এলাকায় কোনো ছিনতাইকারী,পাসপোর্ট দালালী ও প্রতারকদের দেখা মাত্র আটক করা হবে। তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।’
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, এপিবিএন পুলিশের কাছে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।