Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ২০:৪০

রাজবাড়ী: রাজবাড়ীতে অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ কৃষক সমিতি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে সুলতানপুর ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিঞা, কৃষক সমিতি ফরিদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ, কৃষক সমিতির নেত্রী জাহানারা বেগম ও মঞ্জুয়ারা বেগম বক্তব্য দেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা দুই দফা দাবি জানিয়ে বলেন, কৃষি ফসলের লাভজনক দাম চাই এবং প্রকৃত উৎপাদক কৃষকের ডিজিটাল কৃষি কার্ড দিতে হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, সুলতানপুর ইউ‌নিয়‌নের খলিশা রামকান্তপুর এলাকার প্রায় ১০০ একর কৃষি জমিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুর কেটে বন্ধ করে দেয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। প্রতিবছর একই সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারছে না। যারা ইতোমধ্যে রোপণ করেছেন তাদের ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে।

তারা বলেন, এখনই স্থায়ী সমাধান না হলে শুধু এ মৌসুম নয় সামনের রবি মৌসুমের ফসলও চরম হুমকির মুখে পড়বে। কৃষিজীবী পরিবার বাঁচাতে অচল খাল সচল করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর