গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। তারা তেল আবিব ও জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই বিক্ষোভ এমন এক সময়ে হচ্ছে, যখন ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। চলমান এই যুদ্ধে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে হিব্রু বিশ্ববিদ্যালয়ের গিভাত রাম ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা। এসময় তারা বেগিন বুলেভার্ডে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভ করে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবি জানায়।
তেল আবিব থেকে এএফপি জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করার এক সপ্তাহেরও বেশি সময় পর এই বিক্ষোভ শুরু হয়েছে।
২২ মাস ধরে চলমান যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর যুদ্ধটি শুরু হয়। ওই হামলার সময় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজায় এখনও ৪৯ জন বন্দী রয়ে গেছে, যার মধ্যে ২৭ জন মারা গেছে।
তেল আবিবের তথাকথিত হোস্টেজ স্কোয়ারে অবশিষ্ট বন্দীদের প্রতিকৃতি দিয়ে ঢাকা একটি বিশাল ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়। ওই স্থান ছিল যুদ্ধ জুড়ে দীর্ঘকাল বিক্ষোভের কেন্দ্রবিন্দু।
স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা তেল আবিব এবং জেরুজালেমকে সংযোগকারী মহাসড়কসহ নগরীর বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে রেখেছে।
বিক্ষোভকারীরা সেখানে টায়ারে আগুন ধরিয়ে দেয় ও যানজটের সৃষ্টি করে।
বিক্ষোভ, সংগঠক ও জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী প্রধান দলও রোববার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
গাজা সিটি ও এর কাছাকাছি শরণার্থী শিবিরে যুদ্ধ সম্প্রসারণের ইসরায়েলি পরিকল্পনাকে নিয়ে আন্তর্জাতিক ক্ষোভের পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধিতারও জন্ম দিয়েছে।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই অঞ্চলে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।
তবে ইসরায়েল তার অনুমোদিত মানবিক সাহায্যের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস করেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার জানিয়েছে, ইসরায়েলি সেনারা শনিবার বিতরণ স্থানের কাছে খাদ্য সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করার সময় কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি’র হিসাব অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের হামলার ফলে ১ হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের হামলায় ৬১হাজার ৮৯৭ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।