কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় শেখাব উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রামপুর এলাকার মনজুর আলম ওরফে মঞ্জুর বলির ছেলে ও দুই সন্তানের জনক।
শনিবার (১৬ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার উপকূলীয় চিংড়ি জোনের সওদাগর ঘোনা রাবার ডেম সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২২ একর চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় শেখাব উদ্দিনকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। একই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন। তারা মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন শেখাব উদ্দিনকে হত্যা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসীন মিয়া বলেন, ‘ঘের দখল-বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’