রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার পর স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমড়া থানার উপ পরিদর্শক (এসআই) শীতল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে ৯৯৯ এর মাধ্যমে খবর পাই আমুলিয়া মডেল টাউন প্রধান সড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তবে কোন যানবাহনের সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার গায়ে ছিল সাদা গেঞ্জি ও খয়েরি লুঙ্গি।