Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ২৩:০২ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০৯:২৫

গণধোলাই। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম ইসমাঈল হোসেন বাবু (২৬)। তিনি স্থানীয়ভাবে কিলার বাবু বা টেরা বাবু নামে পরিচিত ছিলেন।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত বাবুর স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন।

নিহতের বোন রহিমা বেগম জানান, ‘তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চড়জাগলি গ্রামে। বর্তমানে শহীদনগর চার নম্বর গলিতে স্ত্রী রহিমা আক্তার ও ১১ মাস বয়সী জমজ সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি।  ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ভাই ডাকাত বা চোর, গুন্ডা যাই হোক, তাকে এভাবে মেরে ফেলা উচিত হয়নি। দেশে আইন আছে, আইন অনুযায়ী বিচার হতো। আমরা হত্যার বিচার চাই। একইসঙ্গে আমার ভাইকে যারা হত্যা করেছে, তারা যেন তার স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়।’

বিজ্ঞাপন

এর আগে রোববার সকালে মুমূর্ষু অবস্থায় সেনা সদস্যরা বাবুকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রীজ এলাকায় জনতা ওই যুবককে গণপিটুনিতে দিয়ে ফেলে রাখে। খবর পেয়ে আজিমপুর ক্যম্পের সেনা সদস্যরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সে মারা যায়।’

ওসি আরও বলেন, ‘নিহত যুবক এলাকায় টেরা বাবু (কিলার বাবু) নামে নামে পরিচিত। তার নামে লালবাগ থানায় মাদক মামলা সহ ৮-১০টি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

সারাবাংলা/এসএসআর/এসএস

গণধোলাই নিহত পরিচয় যুবক শনাক্ত