Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে অতিরিক্ত সেনা মোতায়েনের আশ্বাসে বিএনপির সন্তোষ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ২৩:০৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০৯:২৪

বিএনািপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েনের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যায় এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি দল অংশ নেন। অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে ইসির সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনি প্রস্তুতি যেটা নেওয়া দরকার তারা (ইসি) যথাযথভাবে নিচ্ছে। এখনো কিছুটা কনসার্ন আইনশৃঙ্খলা বিষয়ে। পুলিশের ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল। কমিশন থেকে যেটা বলা হলো- নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় আরও বেশি সংখ্যক সেনাসদস্য মোতায়নের ব্যাপারে অনুরোধ করবেন। কাজেই ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কারণ দেখছি না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে বলা হলো যে, নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনাসদস্য মোতায়নের অনুরোধ করবেন। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর জন্য কোস্টগার্ড এবং নেভিও যাতে দায়িত্ব পালন করে সে ব্যাপারে তারা চেষ্টা করবে। তারা অনুরোধ করবেন সরকারকে। আমরা জানি, নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয়।’

তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে তাদেরও দায়িত্ব আছে। আমাদেরও চেষ্টা থাকতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি যাতে না হয়।’

সারাবাংলা/এনএল/পিটিএম

আশ্বাস বিএনপি ভোট মোতায়েন সেনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর