ঢাকা: সশস্ত্র বাহিনীর যেসব অবসরপ্রাপ্ত অফিসার গত ১৫ বছরে চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের আবেদন পর্যালোচনায় কমিটি গঠন করেছে সরকার। নয় সদস্যবিশিষ্ট কমিটি আগামী দুই মাসের মধ্যে প্রতিটি আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করবেন।
রোববার (১৭ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে। এতে সদস্য সচিব করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস বিভাগের মহাপরিচালককে।
এ ছাড়া, কমিটির অন্য সদস্যরা হলেন, মেজর জেনারেল (অব.) মুহম্মদ শামস-উল-হদা, মেজর জেনারেল (অব.) শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ শফিউল আজম, এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ শাফকাত আলী, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নৌ সদর দফতরের নেভাল সেক্রেটারি, বিমান বাহিনী সদর দফতরের এয়ার সেক্রেটারি।
প্রজ্ঞাপনে বলা হয়, সেনাসদর, সামরিক সচিব কিংবা তার প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী কমিটিকে তথ্য প্রদান করবেন। কমিটি প্রয়োজনবোধে যে কোনো চাকরিরত কিংবা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।
কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়, কমিটি ভুক্তভোগী অফিসারদের আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবেন। কমিটি অনধিক দুই মাসের মধ্যে প্রাপ্ত প্রতিটি আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত বিধিসম্মত সুপারিশ প্রণয়ন করবেন।