Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি ও ছত্রীসেনা নামানো হচ্ছে— ইনুকে হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ০৯:৫২ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১০:৫২

শেখ হাসিনা এবং হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে। এতে শেখ হাসিনা জাসদ সভাপতি ইনুকে আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি ছত্রীসেনা নামানোর কথা বলেছিলেন।

গত বছরের জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলন দমনের লক্ষ্যে তাদের মধ্যে ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

রোববার (১৭ আগস্ট) রেকর্ডটি সংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। রেকর্ডটি একটি আন্তর্জাতকি সংস্থার মাধ্যমে স্ক্যান করে এর সত্যতা পাওয়া গেছে।

৫ মিনিট ৩৪ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেন, ‘আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।’

বিজ্ঞাপন

এ সময় শেখ হাসিনা বলেন, ‘যাত্রাবাড়ী, শনিরআখড়ায় আন্দোলনকারীরা কাউকে ঢুকতে দিচ্ছে না। সেখানে অনেকগুলো মাদরাসা আছে। নারায়ণগঞ্জের মাদরাসার ছাত্ররা শনিরআখড়ায় সেনাবাহিনীকেও ঢুকতে দিচ্ছে না। তাই আমরা আকাশ থেকে ছত্রীসেনা নামাচ্ছি। আমি বলে দিয়েছি, হেলিকপ্টার থেকে ছত্রীসেনা নামাতে। আপনারা এ ম্যাসেজটা দিয়ে দিতে পারেন।’

শেখ হাসিনার এ কথার জবাবে ইনুকে বলতে শোনা যায়, ‘হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারলে তারা আর টিকতে পারবে না। কারফিউটা উঠে গেলেও যেন তারা আর নামতে না পারে, সেই ব্যবস্থাও নিতে হবে।’

ইনুর বক্তব্যের পর শেখ হাসিনাকে আবারও বলতে শোনা যায়, ‘দেখি তারা কতটুকু করতে পারে। আমিও বলে দিয়েছি, র‌্যাবের হেলিকপ্টার থেকে বোম্বিং করতে।’

লোকাল লিডারদের দিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারীদের তালিকা করে সেটা ধরে গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথাও জানান শেখ হাসিনা।

এ সময় ইন্টারনেট চালুর জন্য শেখ হাসিনাকে ইনু বলেন, ‘ইন্টারনেট চালু করতে বলেন। এটা আমাদেরই কাজে লাগবে। কারণ, আমরাও সমস্যায় পড়েছি। যদি ইন্টারনেট থাকে, তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।’

এ সময় হাসিনা বলেন, ‘কীভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে।’ হাসিনা আরও বলেন, ‘ইন্টারনেট আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।’ এ সময় ইনু হেসে দেন এবং তিনি বলেন, ‘বাংলাদেশে আর অন্য সরকার আসবে না।’

জামায়াত-শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ নেতা বলেন, ‘জামায়াত-শিবির আবারও এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড মেরুদণ্ড ভেঙে দেন। শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে; যাতে সায় দেন শেখ হাসিনা।’

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

ফোনালাপ ফাঁস শেখ হাসিনা হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর