Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ১২:০৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৪:২৬

তেল আবিবে বিক্ষোভে জড়ো হয়েছেন দেশটির হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভে জড়ো হয়েছেন দেশটির বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ। বিক্ষোভের অংশ হিসেবে ইসরায়েলজুড়ে একদিনের ধর্মঘট পালিত হয়। ফলে এদিন রাস্তা, অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এই বিক্ষোভে প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে এই বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীরা গাজার সঙ্গে যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন। তাদের আশঙ্কা, গাজা সিটি দখলের এই পদক্ষেপ হামাসের হাতে থাকা ২০ জন জিম্মির জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।

বিজ্ঞাপন

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবাদের সমালোচনা করে বলেন, এটি হামাসের অবস্থানকে আরও কঠোর করবে এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়াকে মন্থর করবে।

ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই প্রতিবাদকে ক্ষতিকর প্রচারণা হিসেবে অভিহিত করে বলেন, এটি হামাসের উদ্দেশ্য পূরণে সহায়ক।

জিম্মিদের পরিবার এবং যুদ্ধবিরোধী মানুষের আহ্বানে অনুষ্ঠিত এই বিক্ষোভে একজন ইসরায়েলি জিম্মির মা বলেন, ‘আমরা একটি সুদূরপ্রসারী ও কার্যকর চুক্তি এবং যুদ্ধের সমাপ্তি চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অধিকার, আমাদের সন্তানদের ফিরে চাই। ইসরায়েলি সরকার একটি ন্যায়যুদ্ধকে উদ্দেশ্যহীন যুদ্ধে পরিণত করেছে।’

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে গাজায় তাঁবু সরবরাহ পুনরায় শুরু করবে। তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০ লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণের শিবিরে সরিয়ে নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েলে বিক্ষোভ গাজা যুদ্ধ বন্ধের দাবি জিম্মিদের মুক্তির দাবি