বাগেরহাট: ফিসিং বোট বিকল হয়ে ৩ দিন ধরে সাগরে ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৪ আগস্ট এফবি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে যায়। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট ফিসিং বোটটি সমুদ্রে ভাসতে থাকে। ৩ দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি রোববার (১৭ আগস্ট) সকালে মোবাইল নেটওয়ার্কে আসলে ওই বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবায় ফোন করে সাহায্য চায়।
তিনি আরও বলেন, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ মোংলা ফেয়ারওয়ে সংলগ্নসমুদ্র এলাকা থেকে ৮ জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করে। উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।