Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর পুকুরে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৩:১১

ইমরান সিকদার

বরিশাল: নিখোঁজের একদিন পর ঝালকাঠির নলছিটিতে পুকুর থেকে ভাসমান অবস্থায় ইমরান সিকদার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান সিকদার (২৭) ওই এলাকার মাওলানা ইউনুস সিকদারের ছেলে।

নিহতের বড়ভাই আল আমিন সিকদার বলেন, আমার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায়নি। সকালে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নিখোঁজ পুকুর ভাসমান অবস্থা যুবকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর