Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া কারাগারে এক হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১১:৪৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৩:৫৪

কুষ্টিয়া জেলা কারাগার।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ৯ আগস্ট মাদক মামলায় গ্রেফতারের পর থেকে শফিকুল হাজতি হিসেবে কুষ্টিয়া কারাগারে ছিলেন। তিনি খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসেন ইমাম বলেন, শফিকুল ইসলাম কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। কারাগারে উন্নত চিকিৎসা না থাকায় হাসপাতালে আনার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানান, শফিকুল মাদকাসক্ত ছিলেন এবং এক হাজার ইয়াবাসহ পুলিশ তাকে আটক করেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ

কুষ্টিয়া কারাগার হাজতির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর