Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলে লঘুচাপের প্রভাবে রাতভর বৃষ্টি, বন্দরে সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৪:০৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৪:১১

উপকূলে আছড়ে পরছে সমুদ্রের ঢেউ।

পটুয়াখালী: পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম-বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। জেলার বিভিন্ন স্থানে রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

সোমবার (১৮ আগস্ট) লঘুচাপটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনভূত হতে পারে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

উপকূল বন্দর রাতভর বৃষ্টি লঘুচাপ সতর্ক সংকেত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর