ঢাকা: দেশের উত্তরাঞ্চলে আবারও বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে। রোববার দিবাগত রাতে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যসহ পশ্চিমবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সোমবার থেকে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলের উচ্চতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ১৭ আগস্টের মানচিত্র অনুযায়ী দেখা গেছে, পদ্মা ও যমুনার বিভিন্ন পয়েন্টে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। অনেক স্থানে নদীর পানি এখন বন্যা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগে বিপৎসীমার কাছাকাছি বা ওপরে ছিল। আগামী তিনদিনে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে নদ-নদীর পানি আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
ভারতের ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আবারও বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।