Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৪:৩৪

মরদেহ। প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজের একদিন পর হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৭ আগস্ট) বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে হৃদয় আর বাড়ি ফেরেনি। পরে রাতভর খোঁজাখুঁজির পরও তার না পাওয়া গেলে কুমারখালী থানায় একটি অভিযোগ করা হয়। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হৃদয়কে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

৭১ বছর বয়সে রেখার বড় চমক!
১৮ নভেম্বর ২০২৫ ১৫:৫২

আরো

সম্পর্কিত খবর