২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। ১৬টি দেশের মধ্যে এতদিন অংশগ্রহণ নিশ্চিত ছিল ১৫টি দেশের। সবশেষ দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র।
আগের আসরের ফাইনালিস্ট হওয়ায় আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
বাকি ৫টি দেশ এসেছে আঞ্চলিক বাছাইপর্ব পার করে। আফ্রিকার কোয়ালিফায়ারে নামিবিয়াকে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে তানজানিয়া।
এশিয়ান কোয়ালিফায়ারে সমান পয়েন্টে থাকলেও নেপালের বিপক্ষে ম্যাচ ভেস্তে যাওয়ায় রানরেটে এগিয়ে থেকে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান।
পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে জাপান। ইউরোপ কোয়ালিফায়ারের শেষ দিনের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।
যুক্তরাষ্ট্র অঞ্চলের বাছাইপর্বে কানাডা, বারমুডা ও আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশ হয়েও আইসিসির পূর্ণ সদস্যদেশ না হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলা হচ্ছে না নামিবিয়ার। স্বাগতিক হিসেবে তাই মাঠে থাকছে শুধুই জিম্বাবুয়ে।
বিশ্বকাপে ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল যাবে সুপার সিক্স পর্বে। এরপর সুপার সিক্সে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।
আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে এই বছরই।