Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তানের ওপর নজর রাখা হচ্ছে: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ১৬:১৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৭:৩৪

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার ওপর প্রতিদিনই নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রুবিও বলেন, ‘যেকোনো যুদ্ধবিরতি কার্যকর হতে হলে উভয় পক্ষকে একসঙ্গে গোলাগুলি বন্ধে সম্মত হতে হবে। রাশিয়ানরা এখনো তা মানেনি। যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত জটিল ব্যাপার। প্রতিদিন আমরা পাকিস্তান-ভারত, কম্বোডিয়া-থাইল্যান্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করি।’

রুবিওর এই মন্তব্য এসেছে কয়েক দিন পর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন।

বিজ্ঞাপন

ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, ২৫ আগস্ট নির্ধারিত ষষ্ঠ দফা বাণিজ্য আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দিল্লি আসছে না।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। পাশাপাশি, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির কারণে অনির্দিষ্ট শাস্তিমূলক পদক্ষেপেরও ঘোষণা দেন তিনি।

সারাবাংলা/এনজে

ভারত-পাকিস্তান মার্কো রুবিও