Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ বছর পর চাকরি ফিরে পেলেন ইসির ৮৫ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৭:৪৪

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: দীর্ঘ ১৮ বছর পর চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ আগস্ট) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

এর আগে, ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধা ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়ে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের আগামী ১৯ আগস্ট সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে ([email protected]) যোগদানপত্ৰ দাখিল করার জন্য অনুরোধ করা হলো। ওই তারিখে যোগদান না করলে চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা যায়, বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়।

২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গত ২৫ ফেব্রুয়ারি চাকরি ফেরতের রায় দেন।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার
৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর