নরসিংদী: নরসিংদীর রায়পুরা থেকে ১৭ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী তৈয়ব ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন— রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান ওরফে তৈয়ব (২৫), একই গ্রামের রুসমত আলীর ছেলে সেলিম মিয়া (২৪) ও করিমগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে শিপন মিয়া (২০)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গানপাউডার উদ্ধার করা হয়।
ওসি আবুল কায়েস আকন্দ বলেন, ‘তৈয়বুর রহমান ওরফে তৈয়ব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।’