Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২০:০৮

ইসরায়েলের ‘বাজান তেল শোধনাগারে’ ইরানের হামলা। ছবি: মেহের নিউজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাজান তেল শোধনাগারে তিনজন নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি পত্রিকা হাইওম জানিয়েছে, হামলার সময় ভেতরের একটি কক্ষে থাকা তিনজন ধ্বংসস্তূপ ও আগুনে আটকা পড়ে মারা যান। হামলায় জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎব্যবস্থার ব্যাপক ক্ষতি হওয়ায় বাজান কর্তৃপক্ষ তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে। কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। কোম্পানির হিসাব অনুযায়ী, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের মধ্যে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা ১২ দিন ধরে হামলা চালায় ইসরায়েল। এর পর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

ইরানও এর পালটা হামলা শুরু করে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর এরোস্পেস বাহিনী অপারেশন ট্রু প্রমিস-৩ এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

 

সারাবাংলা/এনজে

ইরান ইসরায়েল তেল শোধনাগার নিহত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর