Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৯:১৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২২:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) এ আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী এবং তার সহযোগী অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

বিজ্ঞাপন

গতকাল রোববার সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী।

উল্লেখ্য, রিটে পত্রিকায় প্রকাশিত একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়, সারাদেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এই পাঁচ মাসে সাপের দংশনের শিকার হয়েছেন ৬১০ জন।

বিজ্ঞাপন

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন
২৭ নভেম্বর ২০২৫ ২৩:৪০

আরো

সম্পর্কিত খবর