ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) এর প্রতিনিধি দল।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ‘৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই।’
তিনি জানান, আজকের বৈঠকে আমরা নির্বাচনে কী করতে পারি তা নিয়ে মূলত আলোচনা করেছি। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন।
তিনি আরও জানান, প্রাক নির্বাচনি পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে সুপারিশ করিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি সেটাই অব্যহত রাখবো। আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।’
সিইসির সঙ্গে এ সাক্ষাতে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।
নির্বাচনি প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২২:০৭
১৮ আগস্ট ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২২:০৭
সারাবাংলা/এনএল/এসআর