ঢাকা: এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজস্ব আহরণ বাধাগ্রস্ত করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের পৃথক চার প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআরের কর শাখা-২ থেকে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে একই দিনে আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে এনবিআরে কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত আয়কর বিভাগের কর্মকর্তারা হলেন— এনবিআরের সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল এর পরিচালক (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, দিনাজপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান, ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব এবং ঢাকা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।
বরখাস্তকৃতদের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে এনবিআরের কর্মচারীদের কর্মসূচি চলাকালীন দায়িত্বরত কর্মচারীদের দাফতরিক কাজ সম্পাদনে বাধা প্রদান এবং কাজ ত্যাগ করে রাজস্ব ভবনে আসতে বাধ্য করতে সংগঠকের ভূমিকা পালনের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম বাধাগ্রস্ত করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন-এনবিআরের ১৩১ সহকারী কর কমিশনার বদলি
এর আগে একই দিনে, এনবিআরের কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন— সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।
আরও পড়ুন-বিদেশে পাচার ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর
এদিকে, একইদিনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৩১ সহকারী কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল থেকে আরেক কর অঞ্চলে বদলি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) এনবিআর এর কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন-এনবিআর’র ২ অতিরিক্ত কমিশনারসহ ৪ কর্মকর্তা বরখাস্ত
প্রসঙ্গত, আন্দোলনের পর থেকেই জাতীয় রাজস্ব বোর্ডর (এনবিআর) বিভিন্ন পদে বড় রদবদলের ঘটনা ঘটছে। রাজস্ব বোর্ড থেকে বেশিরভাগ কর্মকর্তাদের বদলি করা হয়েছে ঢাকার বিভিন্ন দফতর ও ঢাকার বাইরে। গেল ১৩ আগস্ট এনবিআর এর ৬ কমিশনারকে বদলি করা হয়েছে। একইসঙ্গে চলতি দায়িত্বপ্রাপ্ত ৪ কমিশনারকে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে। একই দিনে ১৯ কর কমিশনারকে এক কর অঞ্চল থেকে আরেক কর অঞ্চলে বদলি করা হয়েছে। এ ছাড়া ১২ আগস্টের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার ৭৩ উপ কর কমিশনার এবং ৮৭ জন সহকারী কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়।