Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২০:১১ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২০:১৭

গ্রেফতার জুয়াড়িরা

পঞ্চগড়: পঞ্চগড়ের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুই লাখ টাকাসহ ১৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযানের নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।

গ্রেফতার  আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, ডোকরোপাড়ার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। মামুন নিজেকে বিএনপি নেতা দাবি করে প্রতিদিনই বাসায় জুয়ার আসর বসাতেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযানে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘অভিযানে গ্রেফতার ১২ জুয়াড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসএস

গ্রেফতার জুয়াড়ি