Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজাহারভুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত করতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২০:০৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২২:০৬

প্রতীকী ছবি

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত অপরাধের মামলার এজাহারভুক্ত সব পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানান ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু। এর আগে, ১৭ আগস্ট রেজিস্ট্রি ডাকযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এই নোটিশ পাঠান তিনি।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।

এতে বলা হয়, গত বছরের জুলাই-আগস্টে নৃশংস ঘটনায় করা প্রায় সাত শতাধিক হত্যা মামলায় বহু পুলিশ কর্মকর্তা এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আইনের মৌলিক নীতি হলো- কোনো আসামি দায়িত্বশীল পদে বহাল থাকলে মামলার তদন্ত কার্যক্রম, সাক্ষ্যগ্রহণ ও বিচারপ্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। ওই আসামিরা চাকরিতে বহাল থাকা অনুচিত ও অগ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

এছাড়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব এজাহারভুক্ত পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানান আইনজীবী জুলফিকার।

সারাবাংলা/আরএম/এসআর

আইনি নোটিশ পুলিশ বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর