Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতে যোগ দিলেন যুবদলের ৬ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২১:৫৭

জামায়াতে যোগদানকারী ছয় নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সালাহউদ্দীন মাহমুদসহ ছয় নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১৭ আগস্ট) ইউনিয়ন জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তারা জামায়াতে যোগ দেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন এবং সৎ, সাহসী ও আদর্শিক রাজনীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

জামায়াতে যোগদানকারীরা হলেন—ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মো. আরর আলী, সদস্য হযরত আলী, আসাদুজ্জামান ও আসাদুজ্জামান সাগর।

বিজ্ঞাপন

সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, সমাজে চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই। এই অবক্ষয়ের বিপরীতে একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা অনস্বীকার্য।

সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম বাহারী। ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মো. ইউসুফ আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল হায়াত, যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক মন্টু, মাস্টার আসাদুল্লাহ এবং ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন।

অনুষ্ঠান শেষে নবাগত সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সারাবাংলা/এসএস

জামায়াত নেতাকর্মী যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর