সারাবাংলা ডেস্ক: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের সূচনা করা হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানে প্রতিবেদনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫:
রাজবাড়ী: সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষ অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। এ ছাড়া মৎস্য উদ্যোক্তা স্বপন, রঙিন মাছ চাষি সোহান, জেলে ইউনুস মন্ডল বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নওগাঁ: জেলায় সদর উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সরোজ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন ও জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম প্রমুখ।
বাগেরহাট: জেলায় আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠানে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাগদা চিংড়ি সরবরাহে অবদান রাখায় এস আলম নাসিং পয়েন্টের মালিক মো. শাহ আলম শেখ, বাগদা উৎপাদনে অবদান রাখায় মতিয়ার রহমান মোল্লা ও তেলাপিয়া উৎপাদনে অবদান রাখায় হুমায়ন কবিরকে পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জোবায়ের হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পরিবেশ কর্মী নুর আলম শেখসহ কোস্ট গার্ড, নৌপুলিশ, ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
টাঙ্গাইল: জেলার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
সভা শেষে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
ফরিদপুর: এ উপলক্ষ্যে ফরিদপুরে আলেচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আজমীর হোসেন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহদুজ্জামান প্রমুখ।
যশোর: যশোরে এ উপলক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তা সরদার রফিকুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম গোলদার সাবেক সভাপতি সাইফুজ্জামান মজু বক্তব্য দেন।
সভা শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সুনামগঞ্জ: জেলা মৎস্য কর্মকর্তা মো শামশুল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত দের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস রঞ্জন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো রফিকুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক।
এ ছাড়া বক্তব্য দেন মৎস্য চাষি আনোয়ার হোসেন। কুরআন তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন।
চুয়াডাঙ্গা: জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
এ ছাড়াও বক্তব্য দেন মৎস্য চাষি কামরুজ্জামান বাবলু, ফাইম মুনতাছির, মোহাম্মদ আলী ও আলিফ উদ্দিন প্রমুখ।
পরে মৎস্য চাষে অবদান রাখায় চার জন চাষিকে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিসহ জেলার চার উপজেলার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।