নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকচাপায় ফাতেমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-বেনাপোল মহাসড়কের টি চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা মেট্রো (ট-১৬-৬৭৯৫) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ট্রাকটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’