Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির অফিসিয়াল পেজ চালু, ভুয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি

ইবি করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২২:৫৩

পেজটির উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

কুষ্টিয়া: দীর্ঘ প্রতিক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেজ চালু হয়েছে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে পেজটির উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় ইবির নাম-লোগো ব্যবহার করে কেউ ভুয়া পেজ চালালে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, সহকারী পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজগুলোর অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়িত্ব হলো, পেজটিতে ফলো দেওয়া। ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে।’

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অফিসিয়াল পেইজ না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়; বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে, যার অনেক খারাপ ফলাফল রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমরা আজ অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে যারা অঅনুমোদিত বা ভুয়া পেজ ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে।’ ভুয়া পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে, তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে পরামর্শ দেন তিনি।

সারাবাংলা/এইচআই