ঢাকা: দ্বিতীয় ক্যাম্পাস, জকসুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি কলা অনুষদ প্রদক্ষিণসহ বিজ্ঞান অনুষদ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন।
শিক্ষার্থীদের জানানো তিন দফা দাবিগুলো হলো—
- অবিলম্বে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দৃশ্যমান করা।
- সম্পূরক বৃত্তি ও আবাসন ভাতা চালু করা।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বাস্তবায়ন করা।
বিক্ষোভ শেষে আলোচনায় বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘দেশে নতুন বিশ্ববিদ্যালয় হয় তারা নতুন নতুন ক্যাম্পাস পায়, হল পায় আর আমরা বঞ্চিত হয়ে আসছি। সব ক্যাম্পাসে একাডেমিক, প্রশাসনিক, সুযোগ-সুবিধা পরিবেশের সঙ্গে পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ চিন্তা করা যায় না। আমরা লংমার্চ টু যমুনা করেছি, এত এত আন্দোলন করেছি, মার খেয়েছি তারপরও কাগজে-কলমে কিছু পাইনি। আমরা অতি শিগগিরই সম্পূরক বৃত্তি ও আবাসন ভাতাসহ দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি দেখতে চাই। জকসু বাস্তবায়ন না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য থাকব”
আইন বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, ‘আমাদের বড় ভাই-বোনেরা এতদিন বৈষম্যের শিকার হওয়ার পরেও আমরা ৫ আগস্টের পরে আবার নতুন করে বৈষম্যের শিকার হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার আমাদের সঙ্গে নাটক করছে। আমরা শিগগিরই এই বৈষম্যের অবসান চাই, নতুবা আগামীতে তিন দফা দাবিতে কঠোর থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলব’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসমাইল হোসেন বলেন, ‘যমুনার সামনে আন্দোলন শেষে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস ও সম্পূরক বৃত্তির জন্য সরকার আশ্বাস দিয়েছে। কিন্তু এত দিনেও সেটা বাস্তবায়ন হয়নি। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, তিন দফা দাবি পূরণ করুন নতুবা আমরা পুনরায় লংমার্চ টু যমুনা ঘোষণা করব।’