Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ০১:০৬

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে মিশর ও কাতারের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটির ঘনিষ্ঠ একটি সূত্র।

সোমবার (১৮ আগস্ট) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরাকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মাধ্যমে গাজায় বন্দি থাকা অর্ধেক ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্রটি আরও বলেছে যে, এই প্রস্তাবে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি সার্বিক সমাধানও রয়েছে।

সারাবাংলা/এইচআই

গাজা- ইসরায়েল যুদ্ধবিরতি হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর