রংপুর: ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান আমরণ অনশনে থেকে দুই শিক্ষার্থী অনশন স্থগিত করেছেন। উপাচার্যের পক্ষ থেকে ১০ কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আশ্বাসের প্রেক্ষিতে ওই দুই শিক্ষার্থী শিবলি সাদিক ও মুশফিকুর রহমান অনশন ভাঙ্গেন।
তবে সোমবার (১৮ আগস্ট) উপাচার্যের আশ্বাস উপেক্ষা করে টানা দ্বিতীয় দিনের মতো এখনো অনশন চলমান রেখেছে বাকি শিক্ষার্থীরা।
এদিকে আমরণ অনশনের ঘটনায় মোট ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এরমধ্যে ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় মিটিং করে পরিস্থিতি সামালের চেষ্টা করলেও রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন এমনটায় ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।