Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে সাধারণ নির্বাচন ২৮ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৫ ০৮:৪০ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১০:৪৬

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত

মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে মিয়ানমারের নির্বাচন কমিশন। এদিকে, দেশজুড়ে গৃহযুদ্ধ চলাকালীন সময়েই নির্বাচনের তারিখ জানানো হলো। দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নেই জান্তার। এ নিয়ে বিপাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও।

সোমবার (১৮ আগস্ট) মিয়ানমার নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘পার্লামেন্টে বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২০২৫ সালের ২৮ ডিসেম্বর (রোববার) শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা। দেশটিতে এর পর থেকে সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী গেরিলাযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সশস্ত্র সংগঠনের সংঘাত চলছে।

বিজ্ঞাপন

এদিকে, দেশটির সরকারবিরোধীরা জানিয়ে দিয়েছে, তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় নির্বাচন হতে দেবে না।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর