Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ও কারিগরি অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ০৯:২৯

নতুন দুই মহাপরিচালক।

ঢাকা: কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদরাসা শিক্ষা অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া আরও কয়েকটি প্রশাসনিক পদে রদবদল হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুই দফতরের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমানকে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়নের জন্য তাকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগে ন্যস্ত করা হলো।

এদিকে, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সেইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা আরেকটি প্রজ্ঞাপনে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ