Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাসে দূষণ বাড়লেও এখনো সহনীয়

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১০:৩৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১৩:০৭

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: আজ রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা অবনতি দেখা দিয়েছে। তবে, এখনো বাতাসের মান সহনীয় পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য জানিয়েছে।

ঢাকার পরিস্থিতি

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার রেকর্ডে ঢাকার বায়ুমান ছিল ৪৭ (বিশুদ্ধ বাতাস)। আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৫০ মিনিটে এ বায়ুমান বেড়ে হয়েছে ৭৫, যা সহনীয় বাতাসের নির্দেশক। ফলে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান সোমবারের ৬১তম থেকে বেড়ে আজ ১৯তম স্থানে উঠে এসেছে।

বৈশ্বিক তালিকা

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

বিজ্ঞাপন

কিনশাসার বায়ুমান সূচক ১৬৭ (অস্বাস্থ্যকর বাতাস)।
শীর্ষ পাঁচে আরও আছে— বাহরাইনের মানামা (১৫৩), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৩), ভারতের দিল্লি (১১৯) এবং উগান্ডার কাম্পালা (১১২)।

স্বাস্থ্যঝুঁকি

আইকিউএয়ার জানায়, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণাই প্রধান দূষণ উৎস। দীর্ঘ সময় এ দূষণের সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ ও ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে ৬৭ লাখ মানুষ মারা যায়।

সতর্কবার্তা ও করণীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলেছে—

সংবেদনশীল মানুষ (শিশু, বয়স্ক, অসুস্থ) অতি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে।
বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে।

এছাড়াও—

ইটভাটা ও শিল্পকারখানায় নিয়ন্ত্রণ জোরদার করা।
নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী দেওয়া, দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ধোঁয়াযুক্ত যানবাহন রাস্তায় না চালাতে আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর