ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য একটি স্পষ্ট নির্বাচনি রোডম্যাপ জরুরি। তিনি বলেন, “আমরা নির্বাচনি রোডম্যাপের অপেক্ষা করছি। রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ছিল।”
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন রিজভী।
তিনি আরও বলেন, ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন সেই ব্যবস্থা করতে হবে সরকারকে। নইলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, ছাত্রদলের মনোনয়ন ক্রয় ঠেকাতে আইন বহির্ভূতভাবে ‘মব’ করা হয়েছে। একইভাবে সারাদেশে নানা জায়গায় বেআইনিভাবে মবের আশ্রয় নেওয়া হচ্ছে।
এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) সচিব জানিয়েছিলেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা জোরদার হয়েছে।