কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কৃষক ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কৃষক আব্দুল সাত্তার বাড়ি থেকে একটু দূরে কলা ক্ষেতে সেচের পানি দিতে যান। এক পর্যায়ে সেচের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।