ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান এএফএম শাহীনুল ইসলাম-কে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) গভর্নর বরাবর এ-সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।
স্মারকলিপিতে বলা হয়, এর আগে শাহীনুল ইসলাম আলোচিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা (স্থগিত) একটি ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছেন। এ ধরনের আচরণ বিএফআইইউ’র মতো সংবেদনশীল সংস্থার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শাহীনুল ইসলামের যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
এছাড়া, গত বছর ৫ই আগস্টের আগে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
এর আগে সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর জানান, বিএফআইইউ প্রধান-কে জড়িয়ে অনলাইনে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।