Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১৭:৫২

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সব মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত ৩ আগস্ট লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৭ কোটি টাকা।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে।

এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১১৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২১০৪ পয়েন্টে অবস্থান করেছে।

মঙ্গলবার ডিএসই-তে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭৫ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪টি কোম্পানির, বিপরীতে ১৬৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অপরদিকে সিএসই-তে মঙ্গলবার ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৬৬ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর