ঢাকা: বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, ‘জনগণের নাগরিক অধিকার তথা বাক, ব্যক্তি ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত থেকে রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় গণআন্দোলনের সম্মুখ কাতারে ছিলেন।’
মির্জা ফখরুল বলেন, ‘৮০’র দশকে স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে বিএনপি’র নেতৃত্বে গঠিত সাত দলীয় ঐক্যজোটের লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তার অবদান প্রশংসনীয়। তিনি ছিলেন স্পষ্টবাদী, ঋজু ও কর্তব্যে দৃঢ় একজন উচ্চ মার্গের রাজনৈতিক নেতা। বিএনপি মহাসচিব হিসেবে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছিলেন। পাশাপাশি দুই মেয়াদে মন্ত্রী হিসেবে দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।’
তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
শেষে বিএনপি মহাসচিব তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।