ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
মঙ্গলবার (১৯ আগস্ট) জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সচিব হিসেবে যোগদানের পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
ড. ইউসুফ প্রশাসন ক্যাডার পুলে যুক্ত হয়ে দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা ও আর্থিক খাতে অভিজ্ঞতার কারণে তিনি বিশেষভাবে পরিচিত।