Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুডপ্যান্ডায় চট্টগ্রামের খুলশী মার্ট থেকে গ্রোসারি পণ্য কেনার সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৭:১০

ঢাকা: চট্টগ্রামের খুলশী এলাকার ক্রেতারা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এখন ‘খুলশী মার্ট’ থেকে প্রয়োজনীয় গ্রোসারি ও গৃহস্থালি পণ্য অর্ডার করতে পারবেন। এজন্য সম্প্রতি চট্টগ্রামের খুলশী মার্টের সঙ্গে একটি চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলশী মার্ট থেকে তাজা শাক-সবজি থেকে শুরু করে প্রিমিয়াম হাউজহোল্ড পণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আকর্ষণীয় ডিলে সরাসরি ফুডপ্যান্ডা অ্যাপে অর্ডার করা যাবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে খুলশী মার্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাখের হোসাইন বলেন, ‘ফুডপ্যান্ডার সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা খুলশী মার্টের প্রিমিয়াম পণ্য আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবো। গত ১৯ বছর ধরে আমরা আস্থার সঙ্গে ক্রেতাদের জন্য মানসম্পন্ন পণ্য সরবরাহ করছি। এ অংশীদারিত্বের মাধ্যমে এখন ডিজিটাল চ্যানেল ব্যবহার করে আমরা একই অঙ্গীকারে ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারব।’

ফুডপ্যান্ডার হেড অব শপস আবু সালেহ দিদার বলেন, ‘ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে খুলশী মার্ট যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ক্রেতাদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করার জন্য আমরা শীর্ষস্থানীয় রিটেইল ব্র্যান্ডগুলোকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ করি। চট্টগ্রামের অন্যতম নির্ভরযোগ্য রিটেইল ব্র্যান্ড হিসেবে ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে খুলশী মার্টের উপস্থিতি আমাদের এই লক্ষ্যকে আরও জোরদার করবে।’

সম্প্রতি খুলশী মার্টের চট্টগ্রাম কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফুডপ্যান্ডার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব শপস আবু সালেহ দিদার; কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্পেশালিস্ট ফাইজা শাহীদ তাবাসসুম; এবং সেলস অ্যাসোসিয়েট সৈয়দ আবদুল্লাহ আল বাকী। খুলশী মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাখের হোসাইন; প্রোকিওরমেন্ট ম্যানেজার আব্দুল্লা ইসলাম; ফাইন্যান্স বিভাগের অ্যাকাউন্টস অফিসার মো. আশরাফ এবং মার্কেটিংয়ের সিনিয়র অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ চুক্তির অংশ হিসেবে ফুডপ্যান্ডা অ্যাপে বিভিন্ন এক্সক্লুসিভ প্রোমোশনাল ক্যাম্পেইন চালু করবে খুলশী মার্ট।

সারাবাংলা/ইএইচটি/এসআর

খুলশী গ্রোসারি পণ্য চট্টগ্রাম ফুডপ্যান্ডা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর