Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ১৭ বছর লড়াই করেছি: শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২০:৪৮

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান

নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে তিনি লড়াই করে এসেছেন। তিনি দাবি করেন, ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই এই লড়াই চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, ‘জনগণ যাতে ইচ্ছেমতো প্রার্থীকে ভোট দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের সংগ্রাম। কিন্তু প্রতিবারই আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। নির্বাচন আদায়ের আন্দোলনে আমাদের অনেককে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা দোষে ছয় বছর কারাভোগ করেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপি কোনো সশস্ত্র বা ক্যাডার-ভিত্তিক দল নয়। অস্ত্রের মাধ্যমে নয়, বরং জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তনে তারা বিশ্বাসী।’ তাই বিএনপি একটি উদারপন্থি রাজনৈতিক দল বলেও দাবি করেন তিনি।

এ সময় তিনি অতীত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘জনগণের ওপর যারা নিপীড়ন চালিয়েছিল, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছে।’ তিনি সতর্ক করে দেন, ‘বিএনপি যদি সেই একই পথে চলে তবে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।’

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সদস্য গোলাম হায়দার বিএসসি, অ্যাডভোকেট আবদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এসএস

নিরপেক্ষ নির্বাচন লড়াই শাহজাহান