ঢাকা: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিপিজেএর সদস্যরা জাতীয় প্রেসক্লাব থেকে র্যালি শুরু করে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ করেন। পরে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন— জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি একে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ কার্যকরী সদস্য ও বিপিজেএ সদস্যরা।

বিশ্ব আলোকচিত্র দিবসে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা
এছাড়াও, ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আলোকচিত্র সমিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ এবং একাধিক চিত্রকলাকেন্দ্র দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করেছে।
প্রতি বছর ১৯ আগস্ট সৃষ্টিশীলতা ও আলোকচিত্র শিল্পের প্রতি মানুষের আগ্রহকে উদ্যাপন করতে এ দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। আলোকচিত্র সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে বিভিন্ন ছবি তোলার মাধ্যমে যে অবদান রাখেন, তা স্মরণ করাই এই দিবসের প্রধান লক্ষ্য।
ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির ফলে আলোকচিত্র শিল্পে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তরুণরা এখন স্মার্টফোন ও ড্রোনের সাহায্যে নান্দনিক ছবি তুলে বিশ্বকে তাক লাগাচ্ছে। এ ধরনের উদ্যোগ তরুণদের সৃজনশীলতাকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১৮৩৯ সালের ১৯ আগস্ট প্রথম ফরাসি সরকার ফটোগ্রাফিক পদ্ধতির আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সে থেকেই দিনটি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক আলোকচিত্র দিবস’ হিসেবে পালন করা হয়।