Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যের টোটাল এনার্জিস থেকে কেনা হচ্ছে ৩ কার্গো এলএনজি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৯:২৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২০:৫০

এলএনজি আমদানি – (প্রতীকী ও ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: আগামী অক্টোবরের জন্য স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার। এটি হচ্ছে চলতি পঞ্জিকা বছরের ৪২, ৪৩ ও ৪৪ তম কার্গো আমদানি। তিনটি কার্গোই সরবরাহ করবে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’। বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৪২ কোটি ৪ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে জানানো হয়, তিনটি কার্গোর মধ্যে  প্রতি এমএমবিটিইউ ১১.৪৪ ডলার দরে ৪২তম কার্গোটি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে প্রায় ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকা; প্রতি এমএমবিটিইউ ১১.৩৪ ডলার দরে ৪৩তম কার্গোটি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার টাকা এবং প্রতি এমএমবিটিইউ ১১.৫৪ ডলার দরে ৪৪তম কার্গোটি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ আমদানি এলএনজি আমদানি